হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর প্রেসিডেন্ট ও সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। আজ বৃহস্পতিবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এএনআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে টাইমস নাউ।
বুধবার সৌরভের হাসপাতাল ছাড়ার কথা ছিল। কিন্তু সৌরভ আরও একদিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন। আজ হাসপাতাল থেকে বেরিয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশ্যে হাত নাড়েন সৌরভ। এ সময় নিজের স্বাস্থ্যের অবস্থা নিয়েও কথা বলেন। হাসপাতালের ডাক্তারদের ধন্যবাদ জানিয়ে সৌরভ বলেছেন, আমি এখনো পুরোপুরি সুস্থ।
প্রসঙ্গত, শনিবার মিল্ড হার্ট অ্যাটাকের কারণে সৌরভ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল ছাড়লেও বাসায় চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন সৌরভ।
বিডি প্রতিদিন/ফারজানা