অস্ট্রেলিয়ার কোয়ারেন্টাইন নীতি নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক আজিংকা রাহানে। সিডনিতে তৃতীয় টেস্ট মাঠে গড়ানোর আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রাহানের মুখেও সেই কঠোর কোভিড-১৯ বিধি নিয়ে স্পষ্ট বার্তা উঠে এল।
মেলবোর্নে ভারতীয় দলের ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ আসার পর ভারতীয় দলের পক্ষ থেকে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানিয়ে দেওয়া হয়, অস্ট্রেলিয়ায় বাকি সফরে আর কোয়ারেন্টাইনে থাকতে চায় না ভারতীয় দল। সকল প্রটোকল মেনে অস্ট্রেলীয়দের মতোই তারাও ঘোরাফেরা করতে চায়।
করোনা উদ্বেগের মাঝে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ ক্রিকেটারদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। কেন এই দ্বিচারিতা? অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গর্জে ওঠেন ভারতীয় ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়াকে স্পষ্ট বার্তা টিম ইন্ডিয়ার, চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে পারবো না।
গতকাল বুধবার (৬ জানুয়ারি) আজিংকা রাহানে জানান, আমরা বিরক্ত নই। কিন্তু কোয়ারেন্টাইনে থাকাটা সত্যিই বড় চ্যালেঞ্জের। যেখানে সিডনির জীবনযাত্রা কিন্তু নর্মাল। আমরা জানি আমাদের কাছে কোনটা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্য এই মুহূর্তে ক্রিকেটের মনোনিবেশ করছি। দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলতে চাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ