রোমাঞ্চকর ম্যাচে আবাহনী লিমিটেডকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। ফাইনালে অস্কার ব্রুজোনের দল লড়বে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।
আজ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে রেকর্ড ১১বারের চ্যাম্পিয়নদের ৩-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে টানা তৃতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমজমাট লড়াই উপহার দেয় দুই দলই। তবে প্রথম গোলের দেখা পায় আবাহনী। এরপর দ্বিতীয়ার্ধে ফার্নান্দেসের গোলে সমতায় ফেরে বসুন্ধরা কিংস।
নির্ধারিত সময় শেষে সমতা থেকে যাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের প্রথম ভাগে দুই দল জালের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে বিরতির পর আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বসুন্ধরা।
বিডি প্রতিদিন/আরাফাত