কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। বাংলাদেশ সফরের জন্য তাকে দলে রাখা হয়েছিল। তার পরিবর্তে ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে কিয়ন হার্ডিংকে।
আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের দেওয়া শর্তাবলী অনুসারে, শেফার্ড গায়ানায় আইসোলেশনে থাকবে। দুর্ভাগ্যবশত তা দলের সফরের আগে শেষ হবে না। এই সফর থেকে ছিটকে যাওয়ায় বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে আছেন রোমারিও।
শেফার্ডের পরিবর্তে বাংলাদেশ সফরে আসবেন বার্বাডোসের ২৪ বছর বয়সী পেসার হার্ডিং। তিনি ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ২৪.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট। এদিকে, ফরকারী দলের অন্যান্য সদস্যদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ