জার্মান বুনদেসলিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে হারিয়েছে ৩-২ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাখ।
লেওয়ানডফস্কির পেনাল্টি, সাথে লিওন গোরেৎজকার নিশানাবাজি। ২৬ মিনিটেই দুই গোলে লিড নেয়া বায়ার্ন ম্যাচটা হারতে পারে কে ভেবেছিল তা? কিন্তু ১০ মিনিটের ব্যবধানে প্রায় একই কায়দায় বায়ার্ন ডিফেন্স লাইন দুই বার গুড়িয়ে হফম্যানের জোড়া গোল। ফার্স্ট হাফ শেষ ২-২ সমতায়।
বিরতির ঠিক পর পরই আবারও স্পটলাইটে হফম্যান। এবার নিজে করেননি, করিয়েছেন। ওর সাজানো বলে নয়হ্যাসের গোলে বায়ার্নকে হারিয়ে দিয়েছে মনশেনগ্ল্যাডব্যাখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ