কাল ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর সাইফ স্পোর্টিং। দুই দলই অপরাজিত থেকে ফাইনালে উঠেছে। তবে বসুন্ধরা কিংসকে এগিয়ে রাখছেন সাইফ স্পোর্টিং কোচ পল জোফেস পুট। মজা করে তিনি বলেন, বসুন্ধরা কিংস হলো 'ফেরারি গাড়ি' আর সাইফ হলো 'টয়োটা'। আগামীকাল রবিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ফাইনাল নিয়ে সাংবাদিকদের জোসেফ পুট বলেন, 'কালকের প্রতিপক্ষের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না। আপনি ফেরারির সঙ্গে টয়োটার তুলনা করতে পারেন না। ওরা সব সময় ফাইনালে ওঠে এবং শিরোপার জন্য খেলে। তাদের শক্তি-সামর্থ্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি। ওরা খুব নিখুঁত দল। খুব বড় একটা প্রতিপক্ষের মুখোমুখি হতে যাচ্ছি। তবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব। এইটুকু আত্মবিশ্বাস আমাদের আছে।'
প্রথম মিশনেই দলকে ফেডারেশন কাপের ফাইনালে তোলা পুট আরও বলেন, 'সাইফ নতুন দল হিসেবে যে ফাইনালে উঠবে, সেটা অনেকেই প্রত্যাশা করেনি। এই দলটাকে ভবিষ্যতের শক্তিশালী দল হিসেবে দাঁড় করানোর জন্য আমরা চেষ্টা করছি। আমার মনে হচ্ছে, আমি যেটা চাচ্ছি, সেটা ছেলেরা মাঠে করে দেখাতে পারছে। তারা শৃঙ্ক্ষলাবদ্ধ এবং কঠোর পরিশ্রম করছে। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব, কিন্তু আপনাকে বাস্তববাদী হতে হবে। হয়তো আমরা নতুন কোনো ইতিহাস গড়ব।'
বিডি প্রতিদিন/আরাফাত