ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার সিনেমায় পা রেখেছেন। বলছি ইরফান পাঠানের কথা। অভিনেতা হিসেবে তার প্রথম ঝলক আজ শনিবার প্রকাশ্যে এসেছে। ছবির নাম ‘কোবরা’। এই তামিল ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণী নায়ক বিক্রম। ছবির পরিচালক অজয় গাঁনামুথু।
ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই ইরফানের অনুরাগীরা ব্যাপক হারে ইন্টারনেটে শেয়ার করেছেন সেটি। ছবিতে সাবেক ক্রিকেটার অভিনয় করেছেন আসলান ইলমাজ নামে এক ইন্টারপোল অফিসারের ভূমিকায়। যিনি খুঁজে বেড়াচ্ছেন ‘কোবরা’-কে।
এই কোবরা প্রতিভাবান এক গণিতজ্ঞ। পাশাপাশি সে আবার বহুরূপীও। কোবরার ভূমিকায় দেখা যাবে বিক্রমকে। ভারতীয় মিডিয়া বলছে, ছবিতে নাকি কমবেশি ২০ রকমের চেহারায় দেখা যাবে বিক্রমকে। মুখোশের আড়ালে থাকা কোবরাকে কি ধরতে পারবে আসলান রূপি ইরফান পাঠান।
বিডি-প্রতিদিন/শফিক