ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা এমনিতেই একটু মন্থর ব্যাটিং করেন, চলতি অস্ট্রেলিয়া সফরে যেন আরও খোলসে ঢুকে গেছেন। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে তিনি ৫০ রান করেছেন ঠিকই, কিন্তু বল খেলেছেন ১৭৬টি। স্ট্রাইক রেট ২৮.৪১, যা টেস্টের নিরিখেও খুব কম।
মন্থর ব্যাটিংয়ের জন্য এবার তার সমালোচনা করলেন কিংবদন্তি অজি ক্রিকেটার অ্যালান বর্ডার। প্রসঙ্গত, ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট দ্বৈরথ তার এবং সুনীল গাভাস্কারের নামে ‘বর্ডার-গাভাসকর ট্রফি’ রাখা হয়েছে।
বর্ডার বলেন, পুজারা যেন শট খেলতেই ভয় পাচ্ছিল। রান করতে নয়, ও উইকেট টিকে থাকার জন্য ব্যাট করেছে। তার ক্রিজে আটকে যাওয়া দলের ব্যাটিংয়ের ওপরেও প্রভাব ফেলেছে। ভারতীয় ব্যাটসম্যানরা কখনওই অজি বোলারদের ওপর কর্তৃত্ব করতে পারেনি।
২০১৮-১৯ বর্ডার-গাভাসকর ট্রফিতে এই পুজারাই তিনটি সেঞ্চুরিসহ মোট ৫২১ রান করেছিলেন। এদিন তিনি ক্যারিয়ারের মন্থরতম ব্যাটিং করলেন। বর্ডার বলেন, পিচে বোলারদের জন্য তেমন সাহায্য না থাকলেও দারুণ বল করেছেন প্যাট কামিন্সরা। এই পিচে ভারতকে ২৪৪ রানে বেঁধে ফেলা যথেষ্ট প্রশংসনীয়। তবে ভারতের ১০ উইকেটের মধ্যে তিনটি রান আউট হয়েছে যা একসমই মেনে নেওয়া যায় না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ