ভারত-অস্ট্রেয়িার ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। দর্শকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে ভারতীয় ক্রিকেট দল। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) দেখছে অভিযোগের বিষয়টি।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পেসার মোহাম্মদ সিরাজসহ অন্তত চার ক্রিকেটারের সঙ্গে দর্শকরা বর্ণবাদী আচরণ করেছেন। তাদের অভিযোগ দ্বিতীয় দিনও এমন আচরণ করা হয়েছিল।
শনিবার তৃতীয় দিনের খেলা শেষে দুই আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনের সঙ্গে কথা বলেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ সময় দলের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। বর্ণবাবী আচরণের বিষয়ে তখন দুই আম্পায়ারকে অবহিত করছিলেন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ