১৪ বছর পর পাকিস্তানে খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম টেস্ট খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২২০ রানের জবাবে পাকিস্তানের ইনিংস থামে ৩৭৮ রানে। লিড ১৫৮ রানের। দ্বিতীয় ইনিংসে নুমান আলী ও ইয়াসির শাহের ঘূর্ণি বলে চতুর্থ দিনের প্রথম সেশনেই সব উইকেট হারিয়ে ২৪৫ রানে থেমে গেছে দক্ষিণ আফ্রিকা। যার ফলে জয়ের জন্য পাকিস্তানকে মাত্র ৮৮ রান করতে হবে।
গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) চতুর্থ দিন শেষে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৭ রান জমা করে দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার দিনের শুরুতে ২৯ রানের লিড নিয়ে ব্যাট হাতে নামেন কুইন্টন ডি কক ও কেশভ মহারাজ। তবে প্রোটিয়াদের লিড বেশি বড় করতে দেননি পাকিস্তানি স্পিনাররা। ২৪৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানি বোলারদের পক্ষে সবচেয়ে বেশি সফল নুমান আলী। ৩৪ বছর বয়সী এ স্পিনার ২৫.৩ বল করে মাত্র ৩৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। ইয়াসির শাহ ৩৩ ওভার বল করে ৭৯ রান দিয়ে তিনি নিয়েছেন ৪ উইকেট।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ