টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে উইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ১৬০ রানেই অল-আউট হয়েছে বিসিবি একাদশ। উইন্ডিজের করা ২৫৭ রানের জবাবে ব্যাট করতে নেমে কর্নওয়াল-ওয়ারিকানের ঘূর্ণিতে অল-আউট হয় বিসিবি একাদশ।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে উইন্ডিজ দলের দুই বোলার রাহকিম কর্নওয়াল ও জোমেল ওয়ারিকানের সামনে দাড়াতেই পারেনি বিসিবি একাদশের ব্যাটাররা।
শনিবার সকালে দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে বসে বিসিবি একাদশ। আর দ্বিতীয় সেশনে পতন ঘটে বাকি ৬টি উইকেটের।
এই সফরে শরীর নিয়ে যার এত আলোচনা হয়েছে সেই কর্নওয়াল একাই শিকার করেছেন ৫টি উইকেট। তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছেন নাঈম শেখ, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
ওয়ারিকান নিয়েছে ৩টি উইকেট।কেমার রোচ ও আলজারি জোসেফ পেয়েছেন একটি করে উইকেট।
স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নাঈম। ৫৩ বলে ৩০ রান করেন অধিনায়ক নুরুল হাসান সোহান। আর ৮২ বলে ২২ রান করেন সাদমান ইসলাম।
বিডি প্রতিদিন/কালাম