চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। ছন্দে থাকা ব্যাটসম্যান জ্যাক ক্রাউলি ভারতের বিরুদ্ধে আসন্ন দু'টি টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়ে দিলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
ডান হাতের কবজিতে চোট পেয়েছেন ওপেনার জ্যাক ক্রাউলি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলনের জন্য সাজঘর থেকে মাঠে যাওয়ার সময় ইংল্যান্ডের ওপেনার মার্বেলের মেঝেতে পা পড়ে যান বলে ক্রাউলি। তখনই তিনি ডান হাতের কবজিতে গুরুতর চোট পান। স্ক্যান রিপোর্টে চোটের গভীরতা জানা গেছে। দলের মেডিক্যাল টিমের পরামর্শে তাকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ