বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। জুয়ার সাথে আটককৃতদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। এদিকে বিসিবির পক্ষ থেকে তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
জানা গেছে, ভারতীয় তিন নাগরিক কয়েকদিন আগে চট্টগ্রামে আসে। দুই ভারতীয় নাগরিক এক হোটেলে উঠেছিল। আরেক ভারতীয় নাগরিক লালখান বাজারের অন্য একটি হোটেলে অবস্থান করছিলেন। তার সাথে বাংলাদেশি শাহীনুর নামে এক ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। শনিবার তিনি ভারতীয় তিন নাগরিকের সাথে স্টেডিয়ামের ভেতরে ছিলেন। পরে হোটেল থেকে পালিয়ে যান শাহীনুর।
এদিকে পাহাড়তলী থানার ওসি জানান, গ্রেফতার হওয়া তিন ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করা হবে।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, 'প্রাথমিকভাবে এই দর্শকবিহীন খেলায় ওরা স্টেডিয়ামে আসলো কিভাবে এবং টিকেট পেলো কিভাবে এবং ওরা এখানে কার কাছে এসেছিল এই বিষয়গুলো আমাদের প্রশ্নের সম্মুখীন করেছে। এই প্রশ্নগুলো আমরা যাচাই-বাচাই করে দেখব। বিসিবি কর্তৃপক্ষ আমাদের কাছে লিখিতভাবে মামলা করেছে। আমরা মামলা নিয়েছি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ