ইসরায়েলের শীর্ষ লিগের ফুটবল ক্লাব বেইতার জেরুজালেমের ৫০ শতাংশ মালিকানা কিনে নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের এক শেখ। কিন্তু আর্থিক ঝামেলার কারণে তার বিনিয়োগ আটকে গেছে।
তীব্র আরব বিদ্বেষী ও বর্ণবাদে কলঙ্কিত ক্লাবটি গত মঙ্গলবার জানিয়েছে, ইসরায়েলের ফুটবল ফেডারেশনের মালিকানা হস্তান্তর কমিটি আমিরাতের রাজ পরিবারের ওই ধনাঢ্য সদস্যের বিনিয়োগ সংক্রান্ত আরও নথিপত্র দেখতে চেয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ এমনটাই জানিয়েছে।
বেইতার জেরুজালেম এর আগে জানিয়েছিল, আগামী ১০ বছর ধরে আমিরাতের ধনকুবের হামাদ বিন খলিফা আল-নাহিয়ান ক্লাবের পেছনে ৯২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবেন। কিন্তু সম্প্রতি তার সম্পদের পরিমাণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ইসরায়েলের বাণিজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য মার্কার’ গত মাসে এক রিপোর্টে দাবি করে, ইসরায়েলি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে হামাদ বিন খলিফা আল-নাহিয়ানের সম্পদের তথ্য ঘাঁটতে গিয়ে বেশকিছু নিষ্ক্রিয় কোম্পানি ও আর্থিক অসঙ্গতির খোঁজ পাওয়া গেছে। মূলত এ কারণেই তার বিনিয়োগ আটকে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম