তার নামে একটি ভুয়া ফেসবুক একাউন্ট তৈরি করে পারিবারিক ছবি শেয়ার করা হচ্ছিল। তাই সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। বুধবার পুলিশের এক কর্মকর্তার সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, সেই প্রোফাইল থেকে ডোনা, সৌরভ ও সানার ছবি শেয়ার করা হচ্ছিল বেশ কিছুদিন ধরেই।
সেই কর্মকর্তা জানান, “গোটা ঘটনা আমরা তদন্ত করে দেখছি, কে বা কারা এ ঘটনার পেছনে রয়েছে। দোষীকে দ্রত ধরা হবে।’
জানা গেছে, যে আইপি এড্রেস ব্যবহার করে প্রোফাইল তৈরি করা হয়েছিল, সেটি শনাক্ত করা হয়েছে। ডোনাকে এই ফেক প্রোফাইলের বিষয়ে অবহিত করেন তারই এক ছাত্রী। তারপরেই তিনি পুলিশকে বিষয়টি জানান।
তিনি পিটিআইকে জানান, “আমার নামের একটি প্রোফাইলে দাদার (সৌরভের) ছবি লাগিয়ে একাউন্ট তৈরি করা হয়েছিল। আমারই এক ছাত্রী আমাকে বিষয়টি জানায়। তারপরই আমরা পুলিশে অভিযোগ দায়ের করি। আমার অথবা সৌরভের ছবি ব্যবহার করলে আপত্তি করার কিছু ছিল না। তবে কিছু ক্ষেত্রে এমন বিষয়ে মন্তব্য করা হয়, যাতে সবাই ভাবতে পারেন আমাদের মতামত সেটি। এই বিভ্রান্তি এড়ানোই আমাদের উদ্দেশ্য। আশা করি, এই ভুয়া একাউন্ট বন্ধ করে পুলিশ আমাদের সাহায্য করবেন।’
ডোনা জানিয়েছেন, তার আসল প্রোফাইলের ফলোয়ার সংখ্যা যেখানে নামমাত্র সেখানে ফেক একাউন্টের ফলোয়ার ৭০ হাজার পেরিয়ে গেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ