বরিশালের মেহেন্দিগঞ্জে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন সংসদ সদস্য পংকজ নাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পংকজ নাথ বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। আমরাই গড়বো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
এ সময় উপজেলা চেয়ারম্যান মাহাফুজ-উল আলম লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু এবং থানার ওসি মো. আবুল কালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালে অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টটি গত বছর মার্চে করোনার প্রকোপের কারণে স্থগিত হয়ে যায়।
বিডি প্রতিদিন/ফারজানা