ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে স্টিভ স্মিথ ও সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের মুসলিম তারকা অলরাউন্ডার মঈন আলী। তাকে রীতিমতো কাড়াকাড়ি করে চেন্নাই সুপার কিংস ৭ কোটিতে দলে নেয়।
বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে থাকা স্টিভ স্মিথ মাত্র ২ কোটি ২০ লাখে দিল্লিতে বিক্রি হয়েছেন। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স।
নিলামে ২ কোটির সর্বোচ্চ ভিত্তিমূল্যে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। ইংলিশ এই তারকাকে দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৭ কোটিতে দলে নেয় এই মুসলিম তারকাকে।
আইপিএলে ১৯ ম্যাচে ৩০৯ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ১০ উইকেট।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন