ক্যারিবিয়ান দ্বীপ সফরের আগে এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচ ডেভিড সেকার। এর আগে, ইংল্যান্ডের কাছে গত মাসে ঘরের মাঠে দুই টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর পদত্যাগ করেছিলেন লঙ্কান দলের প্রধান নির্বাচক অশান্থা ডি মেল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সেকারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৯ সালের ডিসেম্বর থেকে দলটির পেস বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সেকার।
কয়েক দিনের মধ্যে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩ মার্চ থেকে শুরু হবে এই পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ