ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল মিনি নিলাম। এবারের নিলামে আটজন নতুন ক্রিকেটারকে দলে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। নিলামের টেবিলে কেকেআরের পক্ষে ছিলেন শাহরুখ পুত্র আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবী। নিজের টুইটারে সে ছবি শেয়ার করেছেন জুহি চাওলা নিজেই।
চলুন দেখে নেওয়া যাক মিনি নিলামে যাদের দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স-
সাকিব আল হাসান: ৩ কোটি ২০ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর। এর আগেও সাকিব দুই মৌসুম এ দলে খেলেছেন।
হারভাজন সিং: ২ কোটি ভারতীয় রুপিতে হারভাজন সিংকে দলে নিয়েছে কেকেআর। প্রথম দফায় অবিক্রিত ছিলেন হারভাজন। পরে তাকে টেনেছে কেকেআর।
বেন কাটিং: ৭৫ লাখ রুপিতে এই অলরাউন্ডারকে দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
করুণ নায়ার ও পবন নেগি: ভারতীয় এ দুই ক্রিকেটারকে দলে পেতে কলকাতা নাইট রাইডার্সকে গুনতে হয়েছে আলাদা করে ৫০ লাখ রুপি।
শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব আরোরা: প্রত্যেককে আলাদা ভাবে ২০ লাখ রুপি দরে এই তিন খেলোয়াড়কে দলে পেয়েছে শাহরুখ খানের দল। তিনজনের জন্য মোট ব্যায় হবে ৬০ লাখ রুপি।
এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চানদের দলে নেওয়ার চেষ্টা করলেও তাতে সফল হয়নি কেকেআর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ