নিলামের আগেই প্রায় নিশ্চিত ছিল যে শচীনপুত্র অর্জুন টেন্ডুলকারকে কিনবে মুম্বাই ইন্ডিয়ান্স। যার কোনও নড়চড় হয়নি। বেস প্রাইস ২০ লাখ টাকাতেই মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছে বাঁহাতি পেসার অর্জুন টেন্ডুলকারকে। তারপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, শচীনপুত্র বলেই কি অর্জুনকে কিনল মুম্বই?
কোচ মাহেলা জয়বর্ধনে কিন্তু জানালেন, ‘প্রতিভার জন্যই অর্জুনকে দলে নেওয়া হয়েছে। শচীনের নাম তার পিছনে রয়েছে ঠিকই। তবে অর্জুনের সুবিধা হলো সে বোলার, ব্যাটসম্যান নয়। আমার মনে হয় শচীন ভীষণ গর্ব অনুভব করবে অর্জুন বল করতে পারলে।’
অর্জুনের উপর ভরসা রাখছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনস জহির খানও। গত আইপিএলে মুম্বাইয়ের নেটে বল করেছিলেন অর্জুন। খুব কাছ থেকে শচীনপুত্রকে দেখেছেন জহির। তার কথায়, ‘তার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি নেটে। অর্জুন খুব পরিশ্রমী। শেখার ইচ্ছে প্রচণ্ড। আসন্ন আইপিএল থেকে অনেক কিছু শেখার সুযোগ থাকবে তার। মুম্বাই দলের পরিবেশ অর্জুনকে আরও পরিণত ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করবে।’
অর্জুন আবার বলেছেন, ছোটবেলা থেকেই আমি মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত। দলের সকলকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। নীল, সোনালি জার্সি পরতে মুখিয়ে রয়েছি।
যদিও সমালোচকদের চুপ করানো যাচ্ছে না। স্বজনপোষণের গন্ধ পাচ্ছেন তারা। ২০০৮ সালে শচীন ছিলেন মুম্বাইয়ের আইকন ক্রিকেটার। এবারের নিলামে তার পুত্রকেও নিল মুম্বই। এখনও মুম্বাই দলের পরামর্শদাতা হিসেবে দেখা যায় শচীনকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত