বিজয় হাজারে ট্রফির ২০২১ সালের আসরে হইচই ফেলে দিলেন ঈশান কিষাণ। ক্রিকেট মাঠে ব্যাতে ঝড় তোলা কাকে বলে দেখিয়ে দিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মধ্যপ্রদেশ বোণাম ঝাড়খণ্ডের ম্যাচে সব আলো থাকল ঈশানের উপরই।
ঘরোয়া ক্রিকেটে সব থেকে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ঝাড়খণ্ড। ৩২৪ রানে মধ্যপ্রদেশকে হারাল ঈশানের দল। ঝাড়খণ্ড করেছিল ৪২২ রান। মধ্যপ্রদেশ মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল। ঈশান কিষাণ এদিন ১১টি ছক্কা ও ১৯টি বাউন্ডারি মারলেন। মাত্র ৯৪ বল খেলে ১৭৩ রান করলেন তিনি। ২৮তম ওভারে তিনি যখন আউট হলেন, তখন ঝাড়খণ্ডের রান ২৪০। অর্থাৎ দলের ভিত তিনি একাই গড়ে দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত