সিলেটে খেলতে এসে করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের ৫ ক্রিকেটার। গত সোমবার রাতে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
করোনা শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা হলেন- লিয়া জনস, সিনালো, জাফটা, মাতসিপি মারসিয়া লেটসালো, নবোলুমকো বেনেতি ও রবেইন সিয়ারলে।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ২৮ মার্চ বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। ৪ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ওয়ানডে সিরিজ। ১১ এপ্রিল সিরিজের চতুর্থ ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল।
বিডি প্রতিদিন/আবু জাফর