চার বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকেও ছাঁটাই হলেন হোসে মরিনহো। দলটির বাজে পারফরম্যান্সের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড থেকেও বরখাস্ত হয়েছিলেন পর্তুগিজের সাবেক এ ফুটবলার।
সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান টটেনহ্যামের চেয়ারম্যান ড্যানিয়েল লেভি। বিবৃতিতে তিনি জানান, ক্লাব হিসেবে আমাদের সবচেয়ে কঠিন কিছু সময়ে আমাদের সঙ্গে ছিল হোসে ও তার কোচিংস্টাফ। জোসে সত্যিকারের একজন পেশাদার কোচ, করোনাকালীন সময়ে তিনি প্রচণ্ড দৃঢ়তা দেখিয়েছেন। ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাজ করে উপভোগ করেছি। কিন্তু আমরা উভয়পক্ষ যেভাবে চেয়েছি ব্যাপারগুলো সেভাবে হয়নি।
২০১৯ সালের নভেম্বরে চার বছরের চুক্তিতে টটেনহ্যামের দায়িত্ব নেন মরিনহো। এ পর্যন্ত তিনি মোট আটটি ক্লাবে দায়িত্ব পালন করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন