রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দলকে হটিয়ে স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে তাদের দল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাও আবার ৭ বছর পর। আর সেটা সম্ভব হয়েছে শেষ দুই ম্যাচে লুইস সুয়ারেজের গোলে।
ম্যাচ শেষে সুয়ারেজ বলেন, ‘অ্যাটলেটিকোর সবাই যেভাবে আমার প্রশংসা করছে, আমাকে বাহবা দিচ্ছে তাকে আমি খুবই আনন্দিত। তারা আমাকে সুযোগ দিয়েছে এই মঞ্চে এখনোও যে আমি পারফরম্যান্স করতে পারি সেটা দেখানোর। আমার ওপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। শেষ ম্যাচে ভালো করতে পারাটা আমার জন্য দারুণ কিছু। আমার কাজ হচ্ছে দলের জন্য খেলা এবং গোল করে তাদের আস্থার প্রতিদান দেওয়া।’
অ্যাটলেটিকোর প্রশংসা করে চ্যাম্পিয়ন হওয়ার আসল রহস্য জানিয়ে উরুগুইয়ান এই সুপারস্টার বলেন, অ্যাটলেটিকো বড় মাপের একটি ক্লাব এবং এই মৌসুমে সেটা আমরা প্রমাণ করেছি। আমরা এ বছর লিগে সবচেয়ে ধারাবাহিক ছিলাম। সে কারণেই চ্যাম্পিয়ন হতে পেরেছি।
বার্সেলোনা ছেড়ে যে স্বপ্ন নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন সেটা পূরণ হয়েছে সুয়ারেজের। তিনি বলেন, ‘আমার জন্য অনেককেই কষ্ট করতে হয়েছে। আমি অনেক বছর ধরে ফুটবল খেলি। কিন্তু এবারই আমার পরিবারকে সবচেয়ে বেশি কষ্ট ও ভোগান্তির শিকার হতে হয়েছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ