১৭ জুন, ২০২১ ০০:৫৯

বেলের ঝলকে ৪০ বছর পর ওয়েলসের কাছে হারল তুরস্ক

অনলাইন ডেস্ক

বেলের ঝলকে ৪০ বছর পর ওয়েলসের কাছে হারল তুরস্ক

যেন একাই ম্যাচটা খেললেন গ্যারেথ বেল

যেন একাই ম্যাচটা খেললেন গ্যারেথ বেল। প্রথমে অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দেওয়া, পরে পেনাল্টি মিস করে হতাশায় নিমজ্জিত হওয়া আর শেষে গিয়ে দ্বিতীয় অ্যাসিস্টে ব্যবধান বাড়িয়ে দেওয়া- বেলের এমন পারফরম্যান্সে ৪০ বছর পর তুরস্কেকে হারাল ওয়েলস।

ইউরো কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে তুরস্কের মাঠে খেলতে গিয়েছিল ওয়েলস। কোনো মেজর টুর্নামেন্টে (ইউরো বা বিশ্বকাপ) এবারই প্রথম মুখোমুখি হলো এ দুই দল। যেখানে লড়াই হয়েছে সমানে সমান কিন্তু কাজের কাজ গোলটা করেছে শুধু ওয়েলস। যার ফলে ম্যাচ শেষে বিজয়ীর হাসিটাও তাদেরই মুখে।

দলের সবচেয়ে বড় তারকা বেলের পেনাল্টি মিসের পর তারই জোড়া অ্যাসিস্টের সুবাদে ২-০ গোলে জিতেছে ওয়েলস। প্রথম গোলটি করেছেন অ্যারন রামজি আর শেষেরটি এসেছে কনর রবার্টসের পা থেকে।

এর আগে ১৯৮১ সালে তুরস্কের বিপক্ষে জিতেছিল ওয়েলস।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর