ইকুয়েডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৪০ মিনিটের সময় লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার সুবাদে লিড নিয়েছে আলবিসেলেস্তেরা।
প্রথমার্ধের শেষ দিকে গোল হতে পারত আরও একটি। মেসির নেয়া ফ্রি-কিক থেকে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন ফরোয়ার্ড নিকোলাস গনজালেজ। ফলে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে গেছে ১৪ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ