যুক্তরাষ্ট্রের মিনেসোটায় মেজর লিগ সকারে রবিবার মিনেসোটা ইউনাইটেড ও সান জোস আর্থকোয়েকের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এতে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেছে মিনেসোটা ইউনাইটেড। তবে ম্যাচ নয়, মাতামাতি হচ্ছে ম্যাচের পরের ঘটনা নিয়ে। খেলা শেষে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন এক ফুটবলার। পুরো ঘটনার ভিডিও নেটদুনিয়ায় এখন ভাইরাল।
মিনেসোটা ইউনাইটেড এফসি’ মিডফিল্ডার হাসানি ডটসন স্টিফেনসন ম্যাচ শেষে বান্ধবী পেত্রা ভুচকোভিচকে সাইডলাইনে ডেকে বিয়ের প্রস্তাব দেন। হাঁটু গেড়ে বসে পেত্রাকে নিবেদন করেন, আমাকে বিয়ে করবে? এর পর আংটি বের করেন। প্রেমিকের এমন কাণ্ডে বিস্মিত হন পেত্রা। লজ্জায় লাল হয়ে ওঠে তার মুখ। দুই হাতে মুখও ঢেকে ফেলেন। এর পরই রাজি হয়ে যান। উঠে দাঁড়িয়ে আংটি পরিয়ে দেন বান্ধবীর অনামিকায়। গ্যালারি থেকে দর্শকরা উল্লাসে মেতে ওঠেন।
বিডি প্রতিদিন/ফারজানা