কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুর মুখোমুখি স্বাগতিক ব্রাজিল। দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৫টায় রিও ডি জেরিরোর নিল্তন সানে্তাস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জিতলে টানা দ্বিতীয় শিরোপা জেতার দ্বারপ্রান্তে চলে যাবে ব্রাজিল।
পেরুর সঙ্গে বরাবরই ফেভারিট ব্রাজিল। পরিসংখ্যানও সেই কথাই বলে। ব্রাজিল-পেরু এ পর্যন্ত মোট ৪৯ বার মুখোমুখি হয়েছে। এতে ৩৫ বারই জিতেছে ব্রাজিল। অন্যদিকে পেরুর জয় মাত্র ৫টিতে। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।
চলতি কোপার পারফরম্যান্সেও এগিয়ে রয়েছে ব্রাজিল। গ্রুপপর্বে তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা। পরে শেষ আটের ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে পেয়েছে সেমিফাইনালের টিকিট।
অন্যদিকে, গ্রুপপর্বের চার ম্যাচে দুইটি জিতেছিল পেরু, ড্র হয় এক ম্যাচ। পরে কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র হয় ম্যাচ। ফল নির্ধারণী টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে তারা।
চলতি কোপা আমেরিকাতেও দেখা হয়েছে দুদলের। সেই লড়াই ৪-০ গোলে জিতেছিল ব্রাজিল। মঙ্গলবার ভোরের ম্যাচেও তাই ফেভারিট হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা।
এ ম্যাচে ব্রাজিলের অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার ফিলিপকে নিয়ে শঙ্কা রয়েছে। হাঁটুর ইনজুরিতে রয়েছেন তিনি। এছাড়া লাল কার্ড খাওয়ার কারণে সেমিতে দেখা যাবে না গাব্রিয়েল জেসুসকে।
এদিকে, সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন, যতটা সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না পেরুর বিপক্ষে ম্যাচটি। কেননা গত আসরের ফাইনালিস্টরা ব্রাজিলকে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই খেলতে নামবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন