৭ জুলাই একমাত্র টেস্ট দিয়ে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-বাংলাদেশ লড়াই। শুরুতেই লাল বলের ক্রিকেট, যেই ফরম্যাটে জিততে যেন ভুলে গেছে বাংলাদেশ। গত বছর ফেব্রুয়ারিতে এই জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর থেকে খরায় ভুগছে তারা। টাইগার কোচ রাসেল ডমিঙ্গো এবার সেই দলকে দিয়েই জয়ের ধারায় ফিরতে চান।
সুযোগ এলে দলকে তা কাজে লাগানোর আহ্বান করলেন দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘হারারেতে খেলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। কয়েকবার আমি এখানে এসেছি, স্কোরিং রেট খুব উঁচু নয়। ব্যাটিং হোক বা বোলিং, ধৈর্যের খেলা হবে এখানে। লম্বা সময় চাপ ধরে রাখতে হবে উইকেট নেওয়ার জন্য। এটা এমন ভেন্যু নয়, যেখানে কোনও ব্যাটিং লাইন আপ গুঁড়িয়ে দেওয়া যায় বা এক দিনে সাড়ে তিনশ রান করে ফেলা যায়। কঠিন লড়াইয়ের ক্রিকেট হয় এখানে। ওরা এখানে খুব স্মার্ট ক্রিকেট খেলে। আমরা তাই জানি, আগামী কয়েকদিনে আমাদের কাজ সহজ হবে না। আমাদের নিশ্চিত করতে হবে যেন ধৈর্য ও শৃঙ্খলা ধরে রাখতে পারি, সুযোগগুলো যেন নিতে পারি। কারণ এখানে সুযোগ খুব সহজে আসবে না। তাই যখন সুযোগ আসবে, তা নিতে হবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ