উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে সুইস তারকা রজার ফেদেরার। ওপেন যুগে সব চেয়ে বেশি বয়সের টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছরের ফেদেরার। মাত্র ২ ঘণ্টা ১১ মিনিটে উড়িয়ে দিলেন নিজের থেকে ১৩ বছরের ছোট প্রতিপক্ষকে। ইতালির লরেঞ্জো সোনেগোকে ৭-৫, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে দিলেন ফেদেরার।
প্রথম সেটে কিছুটা লড়াই করলেও পরের দুটো সেটে এ বারের উইম্বলডনে ২৩ নম্বর বাছাই সোনেগোকে দাঁড়াতেই দিলেন না ফেদেরার। প্রথম সেটে ৫-৫ ফল থাকার সময় বৃষ্টি নামে। খেলা বন্ধ রাখতে হয়। ম্যাচ শুরু হলে ডাবল ফল্ট করেন সোনেগো। তার পর আর থামানো যায়নি ফেদেরারকে।
আট বারের উইম্বলডনজয়ী টেনিস তারকা জয়ের পর বলেন, “দারুণ খুশি লাগছে। সোনেগোর বিরুদ্ধে বেশ কিছু কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে মনে হয় প্রথম সেটের পর ম্যাচের নিয়ন্ত্রণ আমার হাতে চলে আসে। কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আবেগাপ্লুত। বিশাল মুহূর্ত এটা আমার কাছে।”
বিডি প্রতিদিন/ফারজানা