স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস ও তার রুমমেট ক্রেইগ আরভিন আইসোলেশনে।
মঙ্গলবার জিম্বাবুয়ে গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। শন উইলিয়ামসের স্ত্রী করোনা পজিটিভ হওয়ায় তার সংস্পর্শে আসার পর সেলফ-আইসোলেশনে চলে গেছেন টেস্ট দলের অধিনায়ক ও তার রুমমেট।
আগামীকাল বুধবার দুপুরে বাংলাদেশের সঙ্গে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হবে জিম্বাবুয়ে। যেখানে নেতৃত্ব দেওয়ার কথা ছিল উইলিয়ামসের। এখন তার অনুপস্থিতিতে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেবেন আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ