এমন ভুলও হতে পারে আম্পায়ারদের! শুধু ফিল্ড আম্পায়ারদেরই নয়, বরং অফিসিয়াল স্কোরারদের সাহায্য নেওয়া তৃতীয় আম্পায়ারও কীভাবে এমন ভুল করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। আসলে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৭ বলের অবাক করা ওভারের সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।
গতকাল কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ইনিংসের ১৬তম ওভারে বল করতে আসেন এডেন মার্করাম। তিনি ওভারের ৬টি বল করার পরেও রান-আপের দিকে হাঁটা লাগানোয় সংশয় হয় সকলের। আম্পায়াররা নিজেদের মধ্যে আলোচনা করেন। এমনকি তৃতীয় আম্পায়ারও যোগ দেন আলোচনায়। ম্যাচ অফিসিয়ালরা সমবেতভাবে সিদ্ধান্তে আসেন যে, মার্করাম ওভারের একটি বল কম করেছেন।
আম্পায়াররা যখন বলছেন ওভারের একটি বল বাকি, তখন তা করতে বাধ্য হন প্রোটিয়া তারকা। আম্পায়ারদের এমন ভুলের ফলেই সাত বলের ওভার দেখা যায় আন্তর্জাতিক ক্রিকেটে।
বাড়তি বলে অবশ্য বিশেষ ফায়দা তুলতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। শেষ বলটিতে ১ রান ওঠে। সেই ওভারে সাকুল্যে ২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
এর আগে ২০১৯-এর বিগ ব্যাশ লিগে বিতর্কিত সাত বলের ওভার দেখা গিয়েছিল। পারথ স্কর্চার্স বনাম সিডনি সিক্সার্সের ম্যাচে আম্পায়ারের ভুলবশত করানো সেই সপ্তম ডেলিভারিতে ব্যাটসম্যান আউট হওয়ায় বিস্তর বিতর্ক হয়। কলম্বোয় যদি তেমন কিছু ঘটত, তবে জলঘোলা হতো নিশ্চিত।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ