সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুভ সূচনা করে বাংলাদেশ। দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাস শুরুটা করেছেন বেশ দেখেশুনে। তবে দলীয় ৫৯ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরেন লিটন। লিটন আউট হওয়ার আগে ২৯ বলে ৩৩ রান করেন।
এরপর ক্রিজে নেমে প্রথম বলেই আউট হয়ে মাঠ ত্যাগ করেন মুশফিকুর রহীম। রাচিন রবিন্দ্রার বলে স্টাম্পিংয়ের শিকার হন মুশফিক।
এরপর সাকিব আল হাসান দুর্দান্ত শুরু করেন। তবে তিনি বেশিক্ষণ উইকেটে থাকতে পারলেন না। ৭ বলে ১২ রান করে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন সাকিব। বাংলাদেশ দলের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৫৯ রানে। এরপর ১৩ রান যোগ করতে হারায় আরও ২ উইকেট। অর্থাৎ শেষ ১৩ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান। ৩১ বলে ৩১ রানে অপরাজিত আছেন নাইম।
আজকে ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে তরুণ মিডিয়াম পেসার বেন সিয়ার্সের। এছাড়া একাদশে ফিরেছেন হামিশ বেনেট। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনের এবং জ্যাকব ডাফি।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়ে সিরিজে ০-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন