আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আগামীকাল শনিবার ঢাকা আসছে। এর আগে, গত মঙ্গলবার ঢাকায় আসার কথা ছিলো আফগানিস্তান যুব দলটির। তবে ভিসা জটিলতার কারণে সফর বিলম্ব হয় তাদের।
জানা গেছে, তালেবানরা আফগান দখলের পর থেকে কাবুলের বিমান যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশ সফরে আসার জন্য পাকিস্তানের ভিসার জন্য অপেক্ষা করতে হয়েছে আফগান যুবাদের।
এবারের সফরে পাঁচটি একদিনের ম্যাচ ও একটি চার দিনের ম্যাচ খেলবে আফগানিস্তান ও বাংলাদেশের যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ঢাকায় পৌঁছানোর পর সিলেটে গিয়ে তিন দিন রুম কোয়ারেন্টাইনে থাকবে আফগানিস্তান।
এরপর ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। পরের চারটি ওয়ানডে হবে- ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। আর একমাত্র চারদিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। ম্যাচটি শেষে ২৭ সেপ্টেম্বর দেশের উদ্দেশে ঢাকা ছাড়বে আফগানিস্তান।
সূত্র : বাসস।
বিডি-প্রতিদিন/শফিক