টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের বোলিং তোপে চাপে নিউজিল্যান্ড। দলীয় ৯২ রানের মাথায় ৫ উইকেটের পতন ঘটে কিউইদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৫ রান।
রান তাড়ায় নামা নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুতে জোড়া সাফল্য পায় বাংলাদেশ। তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই দলীয় ১৬ রানের মাথায় উইকেট তুলে নেন সাকিব। তার বলে বোল্ড হয়ে গেছেন রাচিন রবীন্দ্র (১০)। পরের ওভারে এসে মেহেদি তুলে নেন আরেক ওপেনার টম ব্লান্ডেলকে (৬)। তাকে দারুণভাবে স্টাম্পড করেন নুরুল হাসান সোহান। ১৮ রানে ২ উইকেট হারায় কিউইরা।
৬১ রানের মাথায় ইয়াংকে ফিরিয়ে ৪৩ রানের জুটি ভাঙলেন সাকিব। এছাড়াও ৮৫ রানের মাথায় নাসুম ফেরান গ্রেন্ডহোমকে। কিউইদের দলীয় ৯২ রানের মাথায় আবারও উইকেটের দেখা পান মেহেদি। ৫ বলে ৬ রান ফিরে যান হেরি নিকোলাস।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান করে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন