শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি থাকা একটি বিড়ালকে খাবার দিয়ে সবার নজড় কেড়েছেন পাকিস্তানি ওপেনার আবিদ আলী। ঢাকায় বাংলাদেশ আর পাকিস্তানের টেস্ট চলার সময় লাঞ্চ বিরতিতে দেখা যায় এ ঘটনা।
বিড়ালের প্রতি তার ভালোবাসার ভিডিও ক্রিকইনফোর অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। ভিভিও পাকিস্তান ক্রিকেট টিম পেজেও শেয়ার করা হয়েছে।
বৃষ্টির কারণে আড়াই দিনের মতো খেলা হওয়া ঢাকা টেস্টে ম্যাচ ইনিংস এবং ৮ রানে হেরেছে মুমিনুল হকের দল। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে বুধবার মধ্যরাতেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগাররা।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ