ব্রিসবেনের গ্যাবায় শুরু হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সফরকারী ইংল্যান্ডের মধ্যকার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। বুধবার প্রথমদিন অজি বোলারদের তোপের মুখে মাত্র ১৪৭ রান করেই অলআউট হয়ে যায় ইংলিশরা।
তবে প্রথম ইনিংসে ব্যাটিং ধসের মুখে পড়লেও দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াল ইংল্যান্ড। অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২২০ রান তুলেছে তারা। তবে এখনো অস্ট্রেলিয়ার থেকে ৫৮ রানে পিছিয়ে জো রুটের দল।
শুক্রবার সকালে আগের দিনের স্কোরের সঙ্গে আরও ৮২ রান যোগ করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ৩৫ রান করেন। অ্যালেক্স ক্যারে ১২ এবং নেথান লায়ন ১৫ রান করেন। সবার শেষে আউট হন ট্র্যাভিস হেড। তিনি ১৪৮ বলে ১৫২ করেছেন। ৪২৫ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
এদিকে, দ্বিতীয় ইনিংসে ৬১ রানের মধ্যে ২ উইকেট হারায় ইংল্যান্ড। হাসিব হামিদ ২৭ এবং রোরি বার্নস ১৩ রানে আউট হন। এরপরেই ইংরেজদের হাল ধরেন ডেভিড মালান এবং জো রুট। দু’জনে মিলে প্রায় তিন ঘণ্টারও বেশি সামলেছেন অজি পেসারদের। দিনের শেষে রুট ৮৬ রানে এবং মালান ৮০ রানে অপরাজিত। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নিয়েছেন স্টার্ক এবং প্যাট কামিন্স।
বিডি প্রতিদিন/এমআই