টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহিল। তবে একদিনের ক্রিকেটের ক্ষেত্রে তা হয়নি। তাকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল বোর্ড। কিন্তু অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না তিনি। এরপরেই বোর্ডের পক্ষ থেকে নতুন অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নাম ঘোষণা করা হয়।
কিন্তু এমন অবস্থার পরও তাদের মাঝে পারস্পারিক সম্মান এবং সম্পর্কে এখনও চিড় ধরেনি-এমনটাই বোঝাতে চেয়েছেন রোহিত। তিনি নিজেই বলছেন, দলের নেতা এখনো বিরাটই। বুঝিয়ে দিলেন আগামী দিনে বিরাটকে সঙ্গে নিয়েই তিনি চলতে চান।
টি-২০ অধিনায়কত্ব পাওয়ার পর এক সাক্ষাৎকারে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, পূর্বসূরি অর্থাৎ বিরাট কোহলিকে তার ভীষণ প্রয়োজন। বিরাট সম্পর্কে ভারতের ওয়ানডে ক্রিকেটের নতুন অধিনায়কের বক্তব্য, ‘আজও ও দলের একজন নেতা। ও যে মানের ব্যাটার এবং যেভাবে খেলে, সেটা দলের জন্য প্রয়োজন। এই মানের একজনকে উপেক্ষা করা যায় না। ওর উপস্থিতিই দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলছেন,‘কোহলির মতো একজন ব্যাটারকে সব সময় দলের প্রয়োজন। টি-২০ ক্রিকেটে ৫০-এর উপর গড় মানে, সে একজন দুর্দান্ত ব্যাটার। সেই সঙ্গে ওর অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ। ও দলকে আরও শক্তিশালী করে।’
বিরাটকে নিয়ে রোহিত মুখ খুললেও, বিরাট এখনো পুরো পরিস্থিতি নিয়ে কোনো কথা বলেননি। হয়তো অপেক্ষা করছেন, সময় এলে সবকিছুর জবাব দেবেন ব্যাট হাতে।
বিডি প্রতিদিন/এমআই