দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার লক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) ভোর পৌনে ৫টায় অকল্যান্ডে পৌঁছেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল। সেখানে পৌঁছেই একটি ভিডিও পাঠিয়েছে বিসিবি। সেটিতে দেখা যায়, বিমানবন্দরের লাউঞ্জে বসে আছেন টাইগাররা।
নিউজিল্যান্ড সিরিজে তাসকিন আহমেদের সার্ভিস পুরোটাই পাবে বাংলাদেশ দল। ফলে পেস আক্রমণে কিছুটা হলেও যে দুশ্চিন্তা দূর হলো তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওতে কথা বলেছেন পেসার তাসকিন। তিনি বলেন, ‘আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছালাম। অনেক লম্বা ফ্লাইট ছিল, সবাই সুস্থভাবেই পৌঁছেছি। এখন আমাদের কোয়ারেন্টাইন শুরু হবে, সাতদিন রুম কোয়ারেন্টাইন করতে হবে। কাজটা কঠিন। তবু, দেশের জন্য আমরা সবকিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে পারি।’
বাধ্যতামূলক চারদিনের রুম কোয়ারেন্টিনে থাকবে পুরো দল। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কোয়ারেন্টিন সেন্টারে থেকেই চলবে অনুশীলন। তারপর সিরিজের মূল লড়াইয়ে নামার আগে কন্ডিশনে মানিয়ে নেওয়ার অংশ হিসেবে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুলরা। যেখানে প্রথমটি নিজেদের মধ্যে এবং দ্বিতীয়টি স্থানীয় একাদশের বিরুদ্ধে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ