অ্যাসেজ সিরিজে কোভিডের দাপট লেগেই রয়েছে। অজিদের কাছে সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হয়েই গেছে, এরপর এবার ইংল্যান্ড শিবিরের এক এক জন করে করোনার কাবু হয়ে পড়ছেন।
জানা গেছে, জো রুটদের হেড কোচ ক্রিস সিলভারউডের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এর আগে গত ৩০ ডিসেম্বর তার পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় তিনি পরিবারের সঙ্গে মেলবোর্নে আইসোলেশনে ছিলেন। সহকারী কোচ গ্রাহাম থর্পে অ্যাসেজের চতুর্থ টেস্টে প্রধান কোচের ভূমিকা পালন করবেন।
খবর অনুযায়ী, ইংল্যান্ডের ছেলেদের দলের হেড কোচ ক্রিস সিলভারউডের করোনা পরীক্ষার ফল পজিটিভ। তার পরিবারের এক সদস্যের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর তিনি ৩০ ডিসেম্বর থেকে মেলবোর্নে আইসোলেশনে রয়েছেন। তিনি ৪ জানুয়ারি পর্যন্ত আইসোলেশনে থাকবেন। সিলভারউডের অনুপস্থিতিতে অ্যাডাম হলইউককে কোচের দায়িত্ব দেওয়ার কথা ভেবেছিল ইসিবি। কিন্তু তিনিও একজন করোনা আক্রান্তের নিকট সংস্পর্শে এসেছেন। ইংল্যান্ডের এক নেট বোলার করোনা আক্রান্ত হওয়ায় সিডনি টেস্টের আগে রুটদের অনুশীলনও বাতিল হয়ে গিয়েছে।
এখনও পর্যন্ত যা জানা গেছে তাতে ইংল্যান্ড দলে করোনা আক্রান্তের তালিকায় রয়েছেন- হেড কোচ ক্রিস সিলভারউড, স্পিন বোলিং কোচ জিতেন প্যাটেল, জোরে বোলিং কোচ জন লুইস এবং স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ডারেন ভেনাস। ফলে সিলভারউড ছাড়াও ইংল্যান্ডের এই সদস্যরা চতুর্থ টেস্টে উপস্থিত থাকতে পারবেন না।
অন্যদিকে, করোনা সংক্রমিত অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রেভিস হেড। কোভিড পজিটিভ হওয়ায় সিডনি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তিনি। এদিকে, করোনায় কাড়াণ্ট হয়েছেন সাবেক অজি পেস বোলার গ্লেন ম্যাকগ্রাথ।
সিডনিতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের তৃতীয় দিন 'জেন ম্যাকগ্রাথ ডে' নামে পরিচিত। ম্যাকগ্রাথ ফাউন্ডেশনের চিফ এগজিকিউটিভ হলি মাস্টার্স বলেন, গ্লেনের আরটি-পিসিআর টেস্ট পজিটিভ এসেছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা আশাবাদী, তার পরবর্তী পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসবে। সেক্ষেত্রে তৃতীয় দিন গ্লেনকে আমরা মাঠে দেখতেই পারি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ