করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ। এবার প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি।
দুই ডোজ টিকা নিয়েছেন হকলি। তারপরও করোনা পজিটিভ হলেন। মৃদু উপসর্গ দেখা দেওয়ায় তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয় এবং আইসোলেশনে যান। পরে পিসিআর টেস্টে রিপোর্ট পজিটিভ আসে।
এই খবর নিজেই নিশ্চিত করেছেন হকলি, ‘আমি ঘরে আমার পরিবারকে নিয়ে আইসোলেশনে আছি, তারা নেগেটিভ।’ তিনি বলেন, অস্ট্রেলিয়ান কিংবা ইংল্যান্ড দলের কারো সংস্পর্শে যাননি।
গত সপ্তাহে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ট্র্যাভিস হেড করোনা পজিটিভ হন। বুধবার শুরু হতে যাওয়া সিডনি টেস্টে থাকবেন না তিনি। তার স্থলাভিষিক্ত হতে পারেন উসমান খাজা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ