দলের কর্মকর্তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনেছেন জেমি মিশেল। ১৯৮০ এর দশকে ভারত ও শ্রীলঙ্কা সফররের সময় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলে থাকা জেমি নিপীড়নের শিকার হন। অসুস্থ বোধ করায় তিনি দলের চিকিৎসকের স্মরণাপন্ন হয়েছিলেন। চিকিৎসক তার শরীরে এমন শক্তিশালী ইনজেকশন পুশ করেন যে জেমি ১০ ঘণ্টা অচেতন ছিলেন। ওই সময় তার ওপর নিপীড়ন চালানো হয় বলে অভিযোগে বলা হয়েছে। এ নিয়ে তদন্তের উদ্যোগ নিয়েছে অস্টেলিয়া ক্রিকেট।
ক্রিকেটই ছিল জেমির ধ্যান-জ্ঞান। এখানেই তিনি নিজের ভবিষ্যৎকে দেখেছিলেন। তার অন্য কোনো পরিকল্পনা ছিল না। সেই ক্রিকেটে এসেই তার স্বপ্ন চুরমার হয়ে যায়। সেই টুরের পর জেমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে হুইলচেয়ারের সাহায্যে তাকে চলাচল করতে হয়েছে।
অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রধান সোমবার বলেছেন, তারা পুলিশের তদন্তে সহায়তা করছেন। জেমির প্রতি সমর্থন জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে পরিচালনা পর্ষদ জানিয়েছে, আমরা জেমির সাহসের প্রশংসা করি। এমন ভয়াবহ অভিজ্ঞতা সে সামনে নিয়ে আসার সাহস করেছে। কোনো ধরনের নিপীড়নের প্রতি আমরা সমর্থন দিব না।
জেমি সংবাদমাধ্যম এবিসিকে বলেছেন, ১৯৮৫ সালে শ্রীলঙ্কার কলম্বোতে অস্ট্রেলিয়া দলের সফরের শেষ দিন তিনি নিপীড়নের শিকার হন। জেমি বলেন, নিজের ক্রিকেট জীবনের ওপর প্রাধান্য দেওয়ার বদলে সেই সফর বহু বছরের জন্য আমাকে মানসিকভাবে বিধ্বস্ত ও বিপর্যস্ত করে রেখেছিল।
সূত্র : এবিসি
বিডি প্রতিদিন/ফারজানা
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        