লিয়োনেল মেসির পর এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো নাজারিও। গতকাল রবিবার তার করোনার রিপোর্ট পজেটিভ আসে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলার এখন আইসোলেশনে আছেন। তবে আপাতত সুস্থ রয়েছেন রোনালদো।
রোনালদোর করোনা আক্রান্তের খবর টুইট করে জানিয়েছে ব্রাজিলের ক্রুজেইরো ক্লাব। এ ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। ক্লাবের ১০১ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনার ক্লাবের অনুষ্ঠানে তিনি আসতে পারবেন না বলে জানায় ক্লাব।
অপরদিকে প্যারিসের ক্লাব পিএসজি ফুটবলার লিওনেল মেসির করোনায় আক্রান্তের খবর আসে গতকাল। পিএসজির পক্ষ থেকে জানানো হয়, মেসিসহ তাদের মোট চারজন ফুটবলার করোনা পজেটিভ হয়েছেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        