মুমিনুল হক ও লিটন কুমার দাশের ব্যাটিং দৃঢ়তায় মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ। আজ সোমবার দিনের প্রথম সেশনটা ছিল নিউজিল্যান্ডের। এই সেশনে জয় ও মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় সেশনে ব্যাট হাতে জবাব দেন মুমিনুল ও লিটন। এরপর হাতে ৪ উইকেট রেখে ৭৩ রানের লিড নিয়ে দিনের খেলা শেষ করেছে অতিথিরা।
লিটনের নান্দনিক ব্যাটিংয়ের সঙ্গে মুমিনুলের দায়িত্বশীল ইনিংস। এই দুইজনের ব্যাটে ভর করে বাংলাদেশ লিড পেয়ে যায় অতি সহজেই। বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে মুমিনুল আউট হন ৮৮ রানে। তাতে ভাঙে মুমিনুল ও লিটনের পঞ্চম উইকেটে ১৫৮ রানের জুটি। সঙ্গী হারানোর পর লিটনও সাজঘরে ফেরেন দ্রুত। বাজে শটে বোল্টকে তিনি উইকেট উপহার দেন ৮৬ রানে।
দিনের শুরুতে নড়বড়ে ছিলেন মুমিনুল হক। ব্যক্তিগত ৮ রানে জীবন পান। কাইল জেমিসনের ডেলিভারিতে বোলারের হাতেই ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু সেটি তালুবন্দি করতে পারেননি জেমিসন। এর সঙ্গে ১ রান যোগ করে ফের ক্যাচ দেন মুমিনুল। এবার ক্যাচ মিস হয়নি। কিন্তু ওয়াগনারের সেই ডেলিভারিটি নো বল হওয়ায় ফের বেঁচে যান মুমিনুল। ওই সময় ক্রিজে সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন মুমিনুল।
এই ৯ রান করতে খরচ করেন ৭১টি বল। অবশ্য পর পর দুটি লাইফ পেয়ে সেই মুমিনুলই দ্বিতীয় সেশনে দারুণ ব্যাট করেছেন। এক সময় মনে হয়েছিল ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরিটি হয়ে যাবে বাংলাদেশ অধিনায়কের। কিন্তু শুরুতে দুইবার লাইফ পেয়েও সেঞ্চুরি করতে ব্যর্থ হলেন টাইগার অধিনায়ক। ১৪০তম ওভারে বোল্টের করা শেষ বলটি উঁচুতে ওঠে। ঠিকভাবে খেলতে পারেননি মুমিনুল। প্যাডে লাগলে আপিল করেন বোল্ট।
আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন মুমিনুল। তবে রিভিউতে হেরে গেলে ৮৮ রানে থামে বাংলাদেশ অধিনায়কের প্রথম ইনিংস। ২৪৪ বলে ১২ চারের মারে ৮৮ রান করেছেন মুমিনুল। মুমিনুলের বিদায়ের পর বোল্টের হানায় ফিরে যান লিটনও। ১৭৭ বলে ৮৬ রান করে বিদায় নেন এই টাইগার ড্যাশিং ব্যাটসম্যান। যেখানে বাউন্ডারি মেরেছেন মাত্র ১০টি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ