পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কোচ মিসবাহ-উল-হকের করোনা পজিটিভ হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) পাকিস্তানের এক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন মিসবাহ। সেখান থেকেই করোনায় আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিসবাহ।
এদিকে রবিবার এক বিবৃতিতে জানানো হয় ইংল্যান্ডের হেড কোচ ক্রিস সিলভারউড করোনায় আক্রান্ত। এর আগে ১০ দিন আইসোলেশনে ছিলেন তিনি। মূলত সিলভারউডের পরিবারের একজন সদস্য করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে পাঠানো হয়েছিল তাকে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ