অ্যাতলেতিকো মাদ্রিদের নতুন বছরের শুরুটা দুর্দান্ত হলো। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে রায়ো ভালেকানোকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ২৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় অ্যাতলেতিকো। গোলটি করেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া। লিড নিয়েই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচের ৫৩তম মিনিটে ফের গোল করেন কোরেয়া। এই গোলটির যোগানদাতা ছিলেন ব্রাজিলিয়ান তারকা রেনান লোদি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে সুয়ারেস-কোরেয়ারা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার চতূর্থ স্থানে রয়েছে অ্যাতলেতিকো। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ছয়ে রায়ো ভালেকানো। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ