ব্যাটারদের ব্যর্থতায় একদিনও টিকল না ভারতের ব্যাটিং। প্রথম ইনিংস শেষ হয়েছে মাত্র ২০২ রানে। সোমবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। পিঠের ব্যথায় কাবু বিরাট কোহলি দলে না থাকায় নেতৃত্ব পেয়েছেন তিনি।
অধিনায়ক রাহুলই দলের মধ্যে সর্বোচ্চ রান করেন। তার ৫০ এবং রবিচন্দ্রন অশ্বিন ৪৬ রান করেন। বাকিদের ব্যর্থতায় পুরো একদিনও টিকল না ভারতের ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ৩টি, অলিভিয়ের ৩টি এবং জ্যানসেন ৪টি উইকেট নেন।
সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে টস করতে মাঠে যান লোকেশ রাহুল ও ডিন এলগার। কোহলিকে দেখতে না পাওয়ায় সবাই ধরেই নেন তিনি এই টেস্টে খেলছেন না। লোকেশ রাহুল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
লোকেশ রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল ওপেনিং জুটিতে ৩৬ রান করেন। তার মধ্যে মায়াঙ্কই করেন ২৬ রান। তিন নম্বরে নামা চেতেশ্বর পূজারা ফের ব্যর্থ। মাত্র ৩ রান করেন তিনি। রাহানে খাতাই খোলেননি।
কোহলির পরিবর্তে নামা হনুমা বিহারী ২০ রানের বেশি করতে পারেননি। একের পর এক ব্যাটসম্যান চলে গেলেও লোকেশ রাহুল কিন্তু দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ৫০ রান করে তিনি ফিরে যান জ্যানসেনের বলে। ঋষভ পন্থও (১৭) দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেননি। অশ্বিন ব্যতিক্রম। ৪৬ রানের লড়াকু ইনিংস খেললেন ভারতের এই অফ স্পিনার। এছাড়া শার্দূল ঠাকুর (০), শামি (৯) ও সিরাজ (১) দুই অঙ্কের রান করতে পারেননি।
বিডি প্রতিদিন/এমআই