নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনটিও নিজেদের করে নিয়েছেন মুমিনুল হকরা। তবে চতুর্থ দিনের সকালের সেশনে দুই দল ‘সমানে সমান’। প্রথম ঘণ্টায় বাংলাদেশের ব্যাটিংয়ে নূন্যতম চিড় ধরাতে পারেনি নিউজিল্যান্ড। অথচ দ্বিতীয় ঘণ্টায় মাত্র ১৩ রান তুলতেই এলোমেলো বাংলাদেশ। দারুণভাবে ম্যাচে ফিরে লড়াইয়ে থাকলো স্বাগতিকরাও।
আগের দিনের ৪০১ রানের সঙ্গে আজ ৫৭ রান যোগ করে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ৪৭ ও ইয়াসির ২৬ রানে ফেরেন সাজঘরে। বাংলাদেশ লিড পেয়েছে ১৩০ রান। তাতে বাড়ছে লড়াইয়ের আশা।
দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যাহ্ন বিরতির আগে ৩ ওভার ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। বিনা উইকেটে তারা তুলেছে ১০ রান।
এদিন দলীয় ৪৪৫ রানে বিদায় নেন মিরাজ। এরপর একে একে সাজঘরে ফিরলেন ইয়াসির, তাসকিন ও শরিফুল। ১৩ রানেই শেষ বাংলাদেশের শেষ ৪ উইকেট। ৪০১ রানে দিন শুরু করে বাংলাদেশ চতুর্থ দিন যোগ করতে পারে আরও ৫৭ রান। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করলো ৪৫৮ রান। নিউজিল্যান্ডের মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৭ সালে ওয়েলিংটনে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ