উপমহাদেশের কোনো দলের নিউজিল্যান্ডের মাটিতে ১০ উইকেটে জয় নেই। ৪০ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সেই সুযোগটি ছিল। সাদমান ইসলাম টিম সাউদির বলে আউট হওয়ায় শুরুতেই সেই সুযোগ হাতছাড়া। এরপর নাজমুল হোসেন শান্তও জয়ের থেকে ৬ রান আগে সাজঘরের পথ ধরেন। তবে মুমিনুল হক ও মুশফিকুর রহিম জয়ের সমীকরণ মিলিয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারালো ৮ উইকেটে। প্রথমবার নিউজিল্যান্ডকে সাদা পোশাকে হারালো বাংলাদেশ। ১৬ বারের দেখায় এর আগে বাংলাদেশ টেস্ট ড্র করলেও এবারই প্রথম জয় পেলো।
বাংলাদেশের এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়ের সকল কৃতিত্ব দলের সব সদস্যকেই দিলেন অধিনায়ক মুমিনুল হক। টাইগারদের সাদা জার্সির দলনেতা জয়ের প্রতিক্রিয়ায় বলেছেন, এটা একটা টিম ওয়ার্ক ছিল। সবাই এই ম্যাচ জিততে আগ্রহী ছিল। আমাদের সব ডিপার্টম্যান্ট ভালো করেছে। সবাই যার যার অবস্থানে তাদের সেরাটা দিয়েছেন।
সবাইকে কৃতিত্ব দিলেও বোলারদের প্রশংসা করতে ভুললেন না মুমিনুল। তিনি বলেন, আসলে আমাদের বোলারদের কারণে আমরা জিতেছি, তারা সঠিক জায়গায় বোলিং করেছে এবং সেই প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করেছে। আমরা জানি নিউজিল্যান্ডে যখন সূর্য অস্ত যায়, উইকেট স্পিন হয় এবং আমরা এই জিনিসগুলো কাজে লাগানোর চেষ্টা করি। এবাদত তো অবিশ্বাস্য ছিল। অসামান্য প্রচেষ্টা ছিল তার। এখানে টেস্ট ম্যাচে আমরা শেষ কয়েকবার ভালো খেলতে পারিনি। তাই টেস্ট ম্যাচে আমাদের উত্তরাধিকারকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজ আমি এটা ভুলে যেতে চাই এবং আমাদের ক্রাইস্টচার্চ ম্যাচের জন্যও অপেক্ষা করতে হবে।
বিডি-প্রতিদিন/সিফাত