নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। কিউইদের আট উইকেটে হারিয়ে একাধিক নজির গড়েছেন টাইগাররা। এর মধ্য দিয়ে অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বাধীন দল এমন এক অধ্যায় রচনা করল, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অমর হয়ে গেল। এক নজরে দেখে নিন, কী কী নজির গড়ল টাইগাররা-
১. নিউজিল্যান্ডের মাটিতে যেকোনও ফরম্যাটে কিউইদের বিপক্ষে এটি প্রথম জয় বাংলাদেশের।
২. ১৬ বারের চেষ্টায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় টাইগারদের।
৩. আইসিসি র্যাংকিংয়ে প্রথম পাঁচে থাকা কোনও দলের বিরুদ্ধে অ্যাওয়ে টেস্টে প্রথম জয়।
৪. চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ। ঝুলিতে এল ১২ পয়েন্ট।
৫. উইকেটের নিরিখে টেস্টের ইতিহাসে বাংলাদেশের সব থেকে বড় জয় এটি। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেটে জিতেছিল টাইগাররা।
বিডি প্রতিদিন/কালাম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        